সান নরায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৭ মার্চ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ প্রতিবন্ধী শিশু-কিশোরদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎযাপন করা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল- চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া প্রার্থনা, কেক কাটা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও আপ্যায়ন।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি কাজিম উদ্দিন প্রধান, আবদুল মান্নান মেম্বার, হোসনে আরা মিনু, মোঃ আল আমিন রাব্বি, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শফিউল্লাহ, মোঃ শাহাদাত হোসেন, মনোয়ার মুন্না, মোঃ ইউসুফ প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বিজয়ী প্রতিবন্ধী শিশু-কিশোররা হলেন যথাক্রমে ইরফান হোসেন রাহাত, হাসান, মিম ও রাসেদ। তাছাড়া অংশগ্রহণকারী সবাইকেই পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রতিবন্ধী শিশু-কিশোরদের ধারণা দিতে চেষ্টা করেন বাংলাদেশ ও জাতির জনকের ব্যাপারে। তারা বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক অভিন্ন চেতনা। শত সহর্স্র বছর জাতির জনকের আশির্বাদই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
হাসিনা রহমান শিমু এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে অটিজম সেবায় জাতীয় দায়িত্ববোধ থেকে মমত্ব নিয়ে এগিয়ে আসার আহবান করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু
বাঙালীর চেতনায় চিরঞ্জীব।