সোনারগাঁও সাদিপুর ইউনিয়ন যুবদলের দশ নেতার পদত্যাগ

সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি থেকে ৫জন যুগ্ম আহবায়ক সহ যুবদলের ১০জন নেতা পদত্যাগ করেছেন।

২৩ মার্চ মঙ্গলবার পদত্যাগপত্রটি দায়িত্বশীল নেতাদের হাতে জমা দেন যুবদলের ১০ জন জন। কমিটির যুগ্ম আহ্বায়ক মামুন ভূইয়া, মোঃ শাহ-আলম, মোঃ আলমাস, দুলাল হোসেন, নূর নবী, সদস্য আলামিন মিয়া, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, বুলবুল খন্দকার, সোলায়মান মিয়া, শরীফ মিয়া।

পদত্যাগপত্রে নেতারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কতিপয় মেধাবী ও নতুন নেতৃত্ব সৃষ্টিতে প্রতিবন্ধকতার ষড়যন্ত্র হিসেবে আর্থিক সুবিধা গ্রহণ করে অযোগ্য ও আওয়ামীলীগের এজেন্টদের এ কমিটিতে পদায়ন করেছেন। এ কারণেই তারা পদত্যাগ করেন এবং পদত্যাগ করলেও গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তারা সর্বোচ্চ সক্রিয় থাকবেন।

জানাগেছে, গত ২১ মার্চ রাতে ৪১ সদস্য বিশিষ্ট সাদিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া।

কমিটিতে আহ্বায়ক মো. আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়াতুল্লাহ, যুগ্ম আহবায়ক ইউনুস আলী, আব্দুল আজিজ, আল মামুন ভূঁইয়া, মাসুম শিকদার, আরিফুল ইসলাম, সুমন মোল্লা, শরিফ মিয়া, সোহেল মিয়া, মো. রোকনুজ্জামান, মোঃ শাহ আলম, আলমাস মিয়া, দুলাল হোসেন, আব্দুল গাফফার, আনোয়ার হোসেন, আফজাল হোসেন, মাজহার হোসেন, মো. নুরুন্নবী, সদস্য সচিব পরশ আহম্মেদ, সদস্য আরিফ হোসেন, নূর হোসেন, আলামিন মিয়া, ইসহাক মোল্লা, দেলোয়ার হোসেন, কাউসার হোসেন রানা, জাকির হোসেন, আব্দুস সালাম, আবু বক্কর, আদনান সজল শরীফ, পনির হোসেন, বুলবুল খন্দকার, আয়নাল হক, চাঁন মোহাম্মদ, সজীব সরকার, সোলায়মান মিয়া, হাসনাত মোল্লা, নজরুল ইসলাম, সজল আহম্মেদ, বিল্লাল হোসেন, সেলিম খন্দকার।