সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের একটি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
২৫ মার্চ বৃহস্পতিবার সকালে মহানগরীর সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে গিয়ে জামতলা হীরা কমিউিনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি আফজাল কবির, দেলোয়ার হোসেন, মো. মাসুদুর রহমান, ইসমাইল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সেলিম হোসেন দীপু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, বন্দর উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন শিশির, যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, ফতুল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, সোনারগাঁও সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক, সদস্য সচিব খোকন সিকদার সহ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন থানা/উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ২২ মার্চ সোমবারসুনামগঞ্জের আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় মামলাটি দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল হক।