সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার সকালে তারা এই শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির অধিকাংশ নেতারা উপস্থিত ছিলেন।
জানাগেছে, গত ২২ মার্চ উপজেলা আওয়ামীলীগের বিগত আহ্বায়ক কমিটিকে পূণর্বিন্যাস করে নতুন করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।
আহ্বায়ক কমিটি গঠনের পর ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও রয়েল রিসোর্টে আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সকল নেতারা ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। একই সঙ্গে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের পক্ষে মত দিয়েছেন সভায় উপস্থিত সকল নেতা।
উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।
কমিটিতে আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ বেশকজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক সামসুল ইসলাম ভুঁইয়ার পর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং পরবর্তী যুগ্ম আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নাম রাখা হয়েছে। বাকিরা সবাই সদস্য।
বাকি সদস্যরা হলেন- ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, শামসুদ্দীন খাঁন আবু, বাবুল ওমর, আরিফ মাসুদ বাবু, মাহমুদা আক্তার ফেন্সি, আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, মোঃ জহিরুল হক, মাহবুব হোসেন সরকার, অ্যাডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, লায়ন মোঃ মাহাবুর রহমান বাবুল, মোঃ মাহাবুর রহমান লিটন ও গাজী মজিবুর রহমান। তবে ব্যাপক সমালোচনার পর মাহাবুব হোসেন সরকারের নাম বাদ দিয়ে সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিককে স্থলাভিষিক্ত করা হয়। এ ছাড়াও সদস্য পদে নাসরিন সুলতানা ঝরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১৫ জুলাই অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়াকে আহ্বায়ক ও পিরোজপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির বিরোধীতা করেছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ বেশকজন নেতা। পরবর্তীতে কেন্দ্র থেকে এই কমিটিকেই চূড়ান্ত বলে সিদ্ধান্ত দেয়া হয়।
ওই কমিটিতে সদস্য পদে ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও সামসুদ্দিন খান আবু।