পাঠক কখনই ঘোষক হতে পারে না: আবদুল হাই

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ৭১ এর স্বাধীনতা ইতিহাস লেখা যাবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। এই ইতিহাসকে অস্বীকার করা যাবে না, মুছে ফেলা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ইতিহাসকে বিকৃত করেছিল। ইতিহাসকে অস্বীকার করেন কোথায় আছে তারা? আরে পাঠক কখনো ঘোষক হতে পারে না। বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেইদিন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। পাঠক কখনই ঘোষক হতে পারে না।

২৬ মার্চ শুক্রবার সকাল ১০টায় মহানগরীল ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আবদুল হাই আরোও বলেন, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরো উন্নত শিখরে পৌঁছে যেতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এদেশের কিছু কুলাঙ্গারা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। তা নাহলে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া চেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যেতাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার গতিশীল নেতৃত্বে আজ পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমাদেরকে উন্নয়নের ধারা অবহিত রাখতে হবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের সঞ্চালনায় এসময়ে আরোও উপস্থিত ছিলেন- সাবেক নারী এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ- প্রচার নাসির উদ্দিন, সদস্য শামসুজ্জামান ভাষানী, আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মেহেদী হাসান রবিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী প্রমুখ।