সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে অতন্ত্য উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
২৬ মার্চ শুক্রবার প্রথম প্রহরেই বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমের আনুষ্ঠানিকতা শুরু হয় এর।
পরে সকাল সাড়ে ৮টায় সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয় বিশেষ কুচকাওয়াজ ও সমাবেশ। পরে সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয় প্রথম ধাপের আনুষ্ঠানিকতা।
বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সরকারি কর্মসূচির মাধ্যমে বেশ ঘটা করেই উদযাপিত হয় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী।
এসব আয়োজনে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ।
এছাড়াও উপস্থিত থাকেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ও সালিমা ইসলাম শান্তা সহ মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।