বিএনপির তিনটি সংগঠনের ঐক্যবদ্ধ বিক্ষোভ মিছিল, হামলায় আহত ৫

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মুসুল্লীদের উপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিএনপির তিনটি সংগঠন একত্রিত হয়ে দীর্ঘদিন পর এই কর্মসূচি পালন করলো। তবে কর্মসূচির শেষ পর্যায়ে সরকারি দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানিয়েছেন, ২৭ মার্চ শনিবার দুুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। তাদের ব্যানারে লেখা ছিল ‘ঢাকায় বাইতুল মোকাররম মসজিদশ বিভিন্ন স্থানে মুসলমানকে উপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল।’

এদিকে হামলার ঘটনার বিষয়ে নেতারা দাবি করেছেন, শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকলে সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর আগে ৫ নেতাকর্মীকে বেধম পিটিয়ে আহত করে তারা। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

আহতরা হলেন- সোনারগাঁ থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলিফ, জেলা ছাত্রদল কর্মী সজল, রাজু, জাহিদুল ইসলাম বাবু।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।