হরতালে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ছিল বন্দর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে অত্যন্ত ঢিলেঢালাভাবে পালিত হয়েছে দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল।

২৮ মার্চ রবিবার সকাল থেকেই বন্দরে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে হরতালের সমর্থনে কোন মিছিল কিংবা সমাবেশ করতে দেখা যায়নি।

তবে হরতালের স্বাভাবিক ছিলো বন্দরের যান ও নৌচলাচল। যেকোনো নাশতা ও বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই পুলিশ ছিলো কঠোর অবস্থানে।

বন্দর ১নং খেয়াঘাট,নবীগঞ্জ ফেরি ঘাট, বন্দর বাসস্ট্যান্ড, মদনপুর বাসস্ট্যান্ডসহ বেশ করেকটি পয়েন্টে পুলিশের কড়াকড়ি অবস্থান দেখতে পাওয়া গেছে। তবে হরতালের পক্ষে কোন মিছিল দেখতে না পাওয়া গেলেও বেশ কয়েকটি হরতাল বিরোধী অবস্থান দেখা গেছে।

সকালে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় জেলা যুবলীগ নেতা খান মাসুদের ও নাসিক’র ২৩নং ওয়ার্ডে কাউন্সিলর দুলাল প্রধাণের উদ্যোগে হরতাল বিরোধী সভা করতে দেখা গেছে। এছাড়াও জন নিরাপত্তায় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বন্দরের বেশ কয়েকটি স্থানে অবস্থান করতে দেখা গেছে।