সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
অরাজকতা ঠেকাতে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক। তাঁর বদলির আদেশ হয়ে গেলেও তবুও যে কদিন আছেন দায়িত্ব পালনে এতটুকু ছাড় দিচ্ছেন না তিনি।
২৭ মার্চ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবতরণ করলেন এমনই চিত্র। উত্তপ্ত পরিস্থিতিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে হেলমেট পরে দেখা গেছে উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তার তৎপরতা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে নামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। তারা প্রায় অর্ধঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
২৮ মার্চ রবিবার নারায়ণগঞ্জসহ সারাদেশে হরতাল ঘোষণা করেছে ইসলামপন্থী দলটি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
এ সময় নাহিদা বারিকের সাথে দেখা যায় সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম প্রধান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। মহাসড়কে পরিস্থিতি মোকাবেলায় এবং নিজের নিরাপত্তার খাতিরে হেলমেট মাথায় দেখা যায় তাদের।