রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল বুধবার রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুনে ২টি জুতার দোকান, ১টি লেপ-তোশোক ও ১টি কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে । পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগি দোকান মালিকরা জানান, এ অগ্নিকান্ডে তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকা। এতে তারা বড় বিপদের মুখে পরেছে। অপরদিকে সরকারের নির্দেশনা অনুযায়ি সারাদেশে ৭ সাতদিনের লকডাউন চলছে যার কারণে বন্ধ রয়েছে তাদের ব্যবসা। এ অগ্নিকান্ডে ঘটে যাওয়া ক্ষয়-ক্ষতির কারণে দোকানের মালিকরা পরছে বিশাল ভোগান্তিতে।