সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৬ মার্চ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে সারাদেশের মতো নারায়ণগঞ্জে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকশ নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা- ৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব আলোকপাত করে বলেন, নারীদের প্রতি সম্মানবোধ ও তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে সকলকে আন্তরিক হতে হবে। নারী নির্যাতন ও তাদের প্রতি সহিংসতা দূর করতে সকলের মাঝে সচেতনতাবোধ তৈরি করতে হবে।