সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন করোনাকালে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ একদিনে ৪ লাশ দাফন করেছে। এ পর্যন্ত টিম খোরশেদ সর্বশেষ ১৮৩তম লাশ দাফন করলো।
১৪ এপ্রিল বুুধবার টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর খোরশেদ এ তথ্য জানান।
তিনি জানান, (১৮০তম) নারায়ণগঞ্জের ফতুল্লার ৭০নং তল্লা নিবাসী মনিরুজ্জামান রেজা মিয়া করোনা আক্রান্ত হয়ে মাতুয়াইল ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে ইন্তেকাল করেন।
(১৮১তম) ২৮/১ কবি জসিমউদদীন রোডে বসবাসকারী নারায়ণগঞ্জের জামতলার স্থায়ী রফিকুল ইসলাম খান করোনা আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(১৮২তম) নারায়ণগঞ্জ মাসদাইর গাবতলী নিবাসী সেকান্দর মাতবর করোনা আক্রান্ত হয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
(১৮৩তম) ফতুল্লার লালপুর নিবাসী সৈয়দা আক্তার জাহান করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
সকল মৃতের পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মরহুম/মরহুমাদের গোসল, জানাজা শেষে জামতলা নিবাসী রফিকুল ইসলাম খান ও মাসদাইর গাবতলী নিবাসি সেকান্দর মাতবরকে মাসদাইর কবরাস্তানে, তল্লা নিবাসী মনিরুজ্জামান রেজা মিয়াকে পাঠানটুলি কবরাস্তানে এবং ফতুল্লা লালপুর নিবাসী সৈয়দা আক্তার জাহানকে লালপুর কবরাস্তানে দাফন সম্পন্ন করেছেন।
টিমে ছিলেন রোজিনা আক্তার, আনোয়ার মাহমুদ বকুল, আলী সাবাব টিপু, হাফেজ শিব্বির, হাফেজ রিয়াদ, হাফেজ ইসাদ, আনোয়ার হোসেন, মোঃশহীদ, মোঃরাফি, রফিক হাওলাদার, আশরাফুল নীরব।
উল্লখ্য যে, গত ১০দিন যাবত টিম খোরশেদ প্রতিদিন গড়ে ৩জন করোনা আক্রান্ত মৃতদেহ দাফন করার পাশাপাশি প্রতিদিন গড়ে ৬ জনকে অক্সিজেন সাপোর্ট এবং প্রতিদিন গড়ে ২/৩ জনকে ফ্রী প্লাজমা ডোনেশন ও ফ্রী এম্বুলেন্স সাপোর্ট দিয়ে আসছে।