আড়াইহাজারে মেম্বার ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, টেটাবিদ্ধ সহ আহত ২০

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় দু’পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষে একজন টেটাবিদ্ধ সহ উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছেন। ১৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এবং ১৭ এপ্রিল শনিবার সকালে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মেম্বার লোকমান হোসেন ও আগামী নির্বাচনের সম্ভাব্য মেম্বার প্রার্থী জুলহাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত দ্বন্ধ চলছিল। এমতাবস্থায় শুক্রবার সন্ধ্যায় লোকমান মেম্বারের লোকজন জুলহাসের পক্ষের এক ব্যক্তিকে রাস্তায় পেয়ে মারধর করে।

এ ঘটনায় ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হতে গিয়েও স্থানীয়দের হস্তক্ষেপে তা হয়নি। শনিবার সকালে জুলহাসের পক্ষের লোকজন ঐক্যবদ্ধ হয়ে লোকমান মেম্বারের লোকজনের উপর হামলা চালায়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কামাল নামে একজন টেটাবিদ্ধ সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন। টেটাবিদ্ধ কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আহতরা হচ্ছে কামাল (৪৫), জুলহাস (৪৫) রাসেল (২৪), ফারুক (২৩), রাকিব (২০), সজিব (১৮), মঞ্জু (৩১), সুজন (২৩) সেলিম (২৫) মস্তফা (৩০) শাহীন (৩৫) সোহাগ (৩৫) সুজন (২২) নাসির (২৬) সোলমান ( ৬০) সমলা (৭৫) রতন (১৮) মানিক (২০) সহ ২০ জন।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।