র‌্যাবের অভিযানে ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন থেকে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের টানবাজারে সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনে অভিযান চালিয়ে ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল শনিবার রাতে অভিযান চালিয়ে হাতেনাতে ২২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় দুই লাখ ৩১ হাজার ২০০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টানবাজারের সর্বজিৎ সাহা, কৃষ্ণ রায়, আরকে দাস রোডের লিটন কুমার রায়, বন্দর রেললাইনের মো. কমল ওরফে বাবু, জালকুড়ি মিজিরবাড়ি এলাকার মো. এনামুল, শহরের বালুরমাঠ এলাকার মো. হাসান জামান, শহরের গলাচিপা আউয়াল চেয়ারম্যানের বাড়ির মো. নজরুল, মুন্সিগঞ্জের মো. আলমগীর, টানবাজারের রিপন কুমার সাহা, বন্দর আমিন আবাসিক এলাকার লক্ষ্মণ সাহা, ১ নম্বর বাবুরাইল
বউবাজার এলাকার হাফিজুর রহমান, ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকার মো. সোলায়মান, টানবাজারের তাপস কুমার শীল, বন্দরের মদনগঞ্জ এলাকার মো. শুক্কুর মিয়া, মুন্সিগঞ্জের শ্যামল বৈদ্য, শহরের নিতাইগঞ্জের মো. আবু সাবেদ প্রিন্স, চাঁদপুরের মো. জলিল খান, দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকার মো. রুবেল, ফতুল্লার মাসদাইর গুদারাঘাটের মো. রুস্তম, শরীয়তপুরের মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জীবন কুমার সাহা, টানবাজারের রিপন সাহা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় রবিবার র‌্যাব-১০ এর হাবিলদার মো. আলমগীর হোসেন আটককৃতদের থানায় হস্তান্তর করেছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করেছেন।