সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ওই সময় ইসমাঈল হোসেন নামে একজনকে মাদক বিক্রির দায়ে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিমাপের জন্য যন্ত্র ডিজিটাল পরিমাপক উদ্ধার করা হয়।
১৯ এপ্রিল সোমবার রাতে ফতুল্লার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত ইসমাঈল হোসেন ফতুল্লার দৌলতপুর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, ইসমাইল দীর্ঘদিন ধরে কুমিল্লা হতে গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। এমন একটি সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দৌলতপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলের ঘরে থাকা ২৫ কেজি উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, ইসমাইলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ইসমাইলের পিছনে অন্য কেউ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে কিনা তার তদন্ত করা হচ্ছে।