সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে চলছে লকডাউন। লকডাউনে সকল ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ। কিন্তু সরকারের এমন প্রজ্ঞাপন জারি করলেও সরকারের নির্দেশনা অমান্য করে শতশত লোকজন নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বিক্ষোভ মিছিল করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন।
জানাগেছে, গত ২৩ এপ্রিল শুক্রবার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান ও তার ভাইয়ের বাড়িতে মাকসুদ চেয়ারম্যান ও শাখাওয়াত হোসেন শাখার নেতৃত্বে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ ওঠে।
এমন অভিযোগের বিষয়টি স্থানীয় পত্রিকা সহ জাতীয় সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হওয়ায় ২৭ এপ্র্রিল মঙ্গলবার সকালে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে মুছাপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন মাকসুদ চেয়ারম্যান।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, লকডাউন চলা অবস্থায় গ্রামবাসী নিয়ে এভাবে বিক্ষোভ মিছিল করা সম্পর্কে আমাকে কেউ জানায়নি বা পূর্বানুমতিও নেয়া হয়নি। ঘটনা জেনে বিস্তারিত বলতে পারবো।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার গণমাধ্যমকে বলেন, লকডাউন থাকা অবস্থায় এমন জনসমাগম করে বিক্ষোভ মিছিল সম্পর্কে কেউ আমাকে কিছু জানায়নি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।