সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়ন বাস্তবায়ন ও বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলার্থে কলাগাছিয়া ইউনিয়নের অসচ্ছল নারীদের ভিজিডির নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২৮ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ১নং ওয়ার্ডের ২২০ জন হত দরিদ্র পরিবারের মাঝে চালের সমমূল্যে ৪৫০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিকু, ইউপি সচিব আব্দুল লতিফ হাওলাদার প্রমুখ।