সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফা জহুরা বলেছেন, করোনা একটি অদৃশ্য শক্তি এটাকেই আমাদের মোকাবেলা করতে হবে। অপ্রয়োজনে আপনারা কেউ বের হবেন না। এই অদৃশ্য শত্রুকে একা মোকাবেলা করা সম্ভব না। আমরা সকলেই যদি একটু সচেতন হয়ে চলি তাহলে এক সময় আমরা স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারবো।
৩ মে সোমবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল ফিতর ২০২১ উপলক্ষে অতিব দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এই করোনাকালে যারা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেনো এই পরিস্থিতিতে কাটিয়ে সফল হতে পারেন।
ভিজিএফ এর নগদ অর্থ প্রদানকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু’র তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়নের সচিব আবু হানিফ, ৪নং ওয়ার্ড সদস্য মো. জামান মিয়া প্রমূখ।