সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাকালীন মহাদুর্যোগ ও মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কাঁচপুর ইউনিয়নের উদ্যোগে আওয়ামী মৎস্যজীবী লীগ কাঁচপুর ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আলমের অর্থায়ণে ২৫০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে পোলাউয়ের চাল, তেল, সেমাই, চিনি, লবন ও দুধ বিতরণ করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক সমন্বয়ে ৮ মে শনিবার দুপুর ১২টায় কাঁচপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুরাতন কাঁচপুর এলাকা থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আওয়ামী মৎস্যজীবী লীগ কাঁচপুর ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার, প্রধান বক্তা হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সোনারগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হোসাইন, কাঁচপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুকুল, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তুফু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খাঁন, শ্রমিক লীগ নেতা বাবুল ও মামুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।
ঈদসামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই নেত্রীর দিকনির্দেশনা মোতাবেক আমরা মাঠে কাজ করে যাচ্ছি। গত বছরের মার্চ মাস থেকে আমরা সোনারগাঁয়ের সর্বত্র অসহায় মানুষকে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছি। আগামী দিনেও এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আল্লাহর রহমতে ও শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আমরা করোনা থেকে সকলকে সুরক্ষার্থে যথাসাধ্য কাজ করে যাচ্ছি। করোনার প্রাদুর্ভাব থেকে সুরক্ষার্থে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ জানাচ্ছি।