সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  ১৯ মে বুধবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ মে মঙ্গলবার রাত ৮টায় র‌্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল নামক একজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫১ হাজার ৭০০ টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী সোহেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকার আব্দুল মজিদের ছেলে।  সে পেশায় একজন রাজমিস্ত্রী।  রাজমিস্ত্রী পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সে উক্ত এলাকার একজন ইয়াবা ডিলারের যোগসাজশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে কক্সবাজার হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।