সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৪ মে সোমবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া চেঙ্গাকান্দীপাড়া গ্রামের মনিরের চোৗচালা একটি টিনের বসতঘর পাশের বাড়ির মোজাম্মেল হকের একটি বড় কড়ই গাছ ভেঙ্গে পড়লে ঘরটি সম্পুর্ণ ভূপাতিত হয়।
ফলে ঘরটি ভেঙ্গে লন্ড ভন্ড হয়ে যায়। রাতে ওই ঘরে মনির তার স্ত্রী বিলকিছ ও মেয়ে মিম ঘুমিয়েছিলেন। ঝড়ে যখন গাছটি ঘরের উপর পরে তখন মিম চিৎকার করলে মনির ঘুম থেকে উঠে স্ত্রী ও মেয়েকে নিয়ে কোন ক্রমে ঘর থেকে বেরিয়ে যান।
ঘরে থাকা একটি খাট সহ বিভিন্ন আসবাব পত্র ভেঙ্গে প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘরটি ভেঙ্গে পড়ায় পরিবারটি মানবেতর জবিন যাপন করছে। এখন পর্যন্ত কারো কাছ থেকে তিনি কোন সাহায্য সহযোগিতা পাননি বলে জানান।
গৃহকর্তা মনির বলেন, আমি দিনমজুর দিন আনি দিন খাই আমি এখন কি করব। তিনি আরো বলেন গাছ মালিককে পুর্বে কয়েকবার বলার পরও তিনি গাছটি কাটেননি। এখন আমি স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকব। তার ঘরটি উঠিয়ে থাকার ব্যবস্থার করে দেওয়ার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন।