আলীরটেক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সায়েমের ঈদ পরবর্তী কুশল বিনিময়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

পূর্ব ঘোষণা কিংবা আনুষ্ঠানিকতা ছাড়াই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের স্থানীয় মুুরুব্বী, মান্যগণ্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সায়েম আহাম্মেদ।

২৮ মে শুক্রবার বাদ জুুমা চেয়ারম্যান প্রার্থী সায়েম আহাম্মেদ আলীরটেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরব্বীদের সঙ্গে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেন।  স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।

এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অসুুস্থ আবদুল মালেকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আলীরটেক ইউনিয়নের সমাজ সেবক ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সায়েম আহাম্মেদ।

শুক্রবার বিকেলে প্রবীণ আওয়ামীলীগ নেতা অসুুস্থ আব্দুল মালেককে দেখতে তার কুঁড়েরপার এলাকার বাসায় যান আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সায়েম আহম্মেদ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদউল্লাহ্ আল মামুন, সদর থানা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সওদাগর খান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম মেম্বার, রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহ্ আলম তালুকদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল মাদবর, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরু শিকদার, জেলা ছাত্রলীগ নেতা জুয়েল ওসমান, সমাজ সেবক কবীর সরকার, আলমগীর সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সায়েম আহম্মেদ টাইফয়েডে আক্রান্ত অসুস্থ আওয়ামী লীগ নেতা আবদুল মালেকের চিকিৎসার খোঁজ খবর নেন।  প্রবীণ এই নেতার চিকিৎসার দায়-দায়িত্ব নেন এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।  তার একমাত্র কণ্যা খালেদা আক্তার বাবার চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।  সায়েম আহম্মেদ অসুস্থ আঃ মালেকের দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, আঃ মালেক কিছুদিন যাবত টাইফয়েড জ্বরে ভুগছেন।