আড়াইহাজারে ওসি নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা, সাংবাদিকদের সহযোগিতা ও জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আড়াইহাজারে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে এসেছে। আমি প্রায় ৪ মাস ধরে রূপগঞ্জ-আড়াইহাজারে দায়িত্ব পালন করে আসছি। এই সময়ে আড়াইহাজার নিয়ে আমাকে খুব বেশি ভাবতে হয়নি। কারণ আপনারা এমন একজন নেতা পেয়েছেন যিনি সার্বক্ষণিক আড়াইহাজারের উন্নয়ন, এখানকার মানুষের শান্তি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের কারণে এখানকার আইনশৃঙ্খলা অনেকটাই স্বাভাবিক রয়েছে। তারপরও অনাকাঙ্ক্ষিত কোনো অপরাধ দমনে প্রধান প্রধান সড়কে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিদ্রুত তা বাস্তবায়ন করা হবে।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন এসব কথা বলেন।

৮ জুন মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে বদলি হওয়া ওসি নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা, ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লাকে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্লাজার স্বত্বাধিকারী আজাদ খান সোহাগ।

বিদায়ী ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দুই বছরের ওপরে আমি আড়াইহাজারের আইনশৃংখলা রক্ষায় আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে আমি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ জনগণের প্রশংসনীয় সহযোগিতা পেয়েছি। আমি আপনাদের কাছে ঋণী। আজকের এই আয়োজন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার জন্য দোয়া করবেন যেন এভাবে জনগণের জন্য কাজ করে যেতে পারি।

ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, আমি প্রত্যাশা করি আপনারা স্যারকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও একইভাবে সহযোগিতা করবেন যাতে করে আড়াইহাজারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। মানুষ ভুলের উর্ধ্বে নয়। দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো অনেক সময় ভুল হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভুলগুলো ধরিয়ে দিতে। তাহলে সংশোধনের সুযোগ তৈরি হবে। কলমযোদ্ধা সাংবাদিক, মানুষ গড়ার কারিগর শিক্ষক সর্বোপরি জনগণ আমার পাশে থাকলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার পক্ষে সহজতর হবে বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আবির হোসেন স্যার এর সার্বিক সহযোগিতায় আড়াইহাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে শান্তির সুবাতাস বইবে এই প্রত্যাশা করছি। তিনি আড়াইহাজারে মাদক,সন্ত্রাস নির্মূলে আপ্রাণ চেষ্টা চালানোর কথা জানান। বিশেষ করে আড়াইহাজার বাজারে যানজট নিরসনে তার পরিকল্পনার কথা ও উল্লেখ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, রাসেল মিয়া, প্রধান শিক্ষক আনোয়ার উজ্জামান খান,যায়যায় দিন এর রফিকুল ইসলাম রানা, আমাদের সময় এর শাহজাহান সিরাজ, আমার সংবাদ এর শাহজাহান কবির, দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, দৈনিক দেশ এর জিয়াউর রহমান, দৈনিক ইনকিলাব এর আলামিন ভূঁইয়া, বিজয় টিভি’র মোস্তফা কামাল, আমাদের আড়াইহাজার পত্রিকার জাইদুল ও কামরুল হাসান প্রমূখ।