সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
পরিচ্ছন্নকর্মীদের জন্য দুটি ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
১৬ জুন বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের টানবাজার এলাকায় এই দু’টি দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, নারী সংহতি আন্দোলনের জেলা সম্পাদক পপি রাণী সরকার, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংস মহারাজ প্রমুখ।
দশতলা ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি) মো. ইউসুফ আলী বলেন, দশতলা বিশিষ্ট দু’টি ভবনে ১৮০টি ফ্ল্যাট থাকবে। কমন স্পেসসহ ৬৫৭ বর্গফুটের ফ্ল্যাটটিতে দু’টি বেডরুম, একটি রান্নাঘর ও বাথরুম থাকবে। প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের সময়কাল ধরা হয়েছে ১৮ মাস। এর মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক।