সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা সংক্রমন রোধে ৪র্থ দিনের মত দেশব্যাপী লক ডাউন শেষ। ঘরবন্দী মানুষের মধ্যে চলছে হাহাকার। এমন সময়ে মানুষ চরম দৈন্যদশায় ভূগছে। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে সমাজের বিত্তশালী, জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিদের এখনও কোন উদ্যোগ লক্ষ করা যায়নি। ৪ জুলাই রবিবার বিকেলে বন্দর শাহী মসজিদ এলাকার প্রতিবন্দী দুই সহোদর আর্তনাদ করে সহযোগিতা কামনা করেন।
এ সময় তারা বলেন, বাইরে লকডাউন ঘরে খাবার নাই। আসলে গরিবকে দেখার মত কেউ নাই। একমাত্র ভাতাকার্ড ছাড়া আমাদের আর খাবার সংগ্রহ করার কোন জায়গা নাই। আমার বাবা একটা ছোটখাট হোসিয়ারী ব্যবসা করত কিন্তু লকডাউনে সেটাও বন্ধ হয়ে গেছে। পরিবারে আমরা ৪ ভাই ও বাবা-মা সহ ৬জন সদস্য। আমার এক ভাই বাকপ্রতিবন্দী আর আমি শারীরিক প্রতিবন্ধি। হাটাচলা করতে পারিনা। এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে উপজেলা পরিষদ থেকে ইউএনও স্যার আমাকে একটি হুইল চেয়ার দিয়েছিল সেটা দিয়ে কোন রকম চলাফেরা করতে পারি। লকডাউনের ৪র্থ দিনে ঘরে খাবার নাই। খুব কষ্টে আছি। এমন পরিস্থিতিতে দেখার মত যেন কেউ নাই। স্থানীয় জনপ্রতিনিধিও কোন খবর নেয় নাই। আমরাও মানুষ। কেউ কি এমন আছে আমাদের মত এমন অসহায় পরিবারের পাশে দাড়াবে। আমি সমাজের বিত্তবানদের কাছে এই লকডাউনে সহায়তা কামনা করছি।