সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরের এক সময়ের ব্যস্ত শিল্পাঞ্চল খ্যাত মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা ইন্ড্রাট্রিজ কোম্পানীর গাড়ি পাকিংয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। ১৩ মার্চ বুধবার সকাল ১২টায় নাসিক ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় সরেজমিনে গেলে এই চিত্র পরিলক্ষিত হয়।
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মদনগঞ্জ এলাকার বাসিন্দা বলেন, ক্রমবর্ধমান জনরোষের মুখে থাকা বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স এবার তাদের পরিবহন রেখে মদনগঞ্জে যানজট সৃষ্টি করছে। তারা নিজেরাই বাউন্ডারি দেয়ালে লিখে রেখেছে গাড়িং পাকিং নিষেধ অথচ তারাই লম্বা লাইনের গাড়ি পাকিং করে নিজেদের নিয়ম ভঙ্গ করছে। এভাবেই নিয়ম অনিয়মের বেড়াজালে ভূগছে স্থানীয় সর্ব সাধারণ।
এমনিতেই মদনগঞ্জ এলাকাটি বসবাসের জন্য মানুষের জন্য অভিশপ্ত নগরীতে পরিনত হয়েছে। কেননা,একদিকে বসুন্ধরার ডাষ্ট অন্য দিকে সামিট পাওয়ার শব্দদুষণ। আর এখন বসুন্ধরা কোম্পানীর তাদের যানবাহণ রেখে প্রধান সড়কেই যানজট ও জনভোগান্তি সৃষ্টি করছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভির জরুরী হস্তক্ষেপ কামনা করছে মদনগঞ্জ এলাকাবাসী।