সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও ফতুল্লায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৫ জুলাই সোমবার দুই জনের করোনায় মৃত্যুর পর উভয়ের লাশ দাফন সম্পূর্ণ করেছেন টিম খোরশেদ। এটা ছিল টিম খোরশেদের ২০৮তম ও ২০৯তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন।
ফতুল্লা পুলিশ লাইনস্থ আফাজনগর নিবাসী মোঃ ইসমাইল খান, (৬৬) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ১৭ মিনিটে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা সকাল ১০টায় মরহুমকে গোসল ও জানাযা শেষে মহানগরীর মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড সৈয়দপাড়া নিবাসী, সালমা বেগম (৬৫), করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমার পরিবারের আহবানে মরহুমা কে মাসদাইর কবরস্থানে গোসল শেষে পাঠানটুলী কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ দাফনে ছিলেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবক রানা মজিব, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ শহীদ, শফিউল্লাহ রনি ও নাইম মোল্লা।