সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা পরিস্থিতির লকডাউনে দিনমজুর খেটে খাওয়া মানুষ অটো রিক্সা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফা জহুরা।
৬ জুলাই মঙ্গলবার সকালে ফতুল্লার আশপাশের এলাকা থেকে অটো রিক্সা চালকদের আটক করে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তাদের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
ওই সময় অটো রিক্সা চালকদের তিনি বুঝিয়ে দেন যে, করোনাকালীন সময়ে সরকারের দেয়া লকডাউনে সকল ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ পালনে অনেক অসহায় গরীব খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পড়েছেন। তাই সহায়তা স্বরুপ প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী চালকদের মাঝে তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি পিয়াজ, ১লিটার তেল ও ১ কেজি লবন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বলেন, এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের দেয়া ত্রাণ আমরা মানুষের মাঝে তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। সরকারের এ সহায়তা চলমান থাকবে।