সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে চাঁদাবাজির অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ জুলাই রবিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ১০ জুলাই শনিবার সন্ধ্যায় ৭টার দিকে র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৬ হাজার ৪’শ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আতিক, শামীম আহাম্মেদ, নূর ইসলাম ওরফে লিসন, রকিবুল ইসলাম ওরফে অভি, সোহেল মিয়া, আরিফুল ইসলাম ওরফে মজনু মিয়া, রাসেল রানা ও জহির।
তিনি আরও জানান, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৩০০ টাকা থেকে ৫০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযানে অব্যাহত থাকবে।