সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে বিচারকার্য শুরু করেছেন আদালত। ১৪ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের একটি আদালতে আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নাশকতার একটি চলমান মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট (প্রথম আদালত) মোঃ আফতাবুজ্জামানের বিচারিক আদালতে আড়াইহাজার থানার ১৪(১০)১৩নং মামলাটির চার্জ গঠন করা হয়।
মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ও মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট তরিকুল ইসলাম বুলবুল ও অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর।
আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা রুহুল আমিন, জাকির হোসেন, মফিজুল ইসলাম, মোস্তফা ও মামুন মাহমুদ প্রমুখ।