সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নৌপথে চলাচলকারী নৌযানসমূহ এবং সংশ্লিষ্ট সর্বসাধারণকে অনাকঙ্খিত দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে র্যাব-১১ কর্তৃক ১৯ জুলাই সোমবার দুপর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশীপুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌ পরিবহন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীতে চলাচলকারী নৌযানসমূহতে সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাষ্টার-ড্রাইভার সনদ না থাকা, সংঘর্ষ এড়িয়ে নিরাপদে চলাচলের বিধান অনুযায়ী চলাচল না করা ও অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ১ জন ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
২০ জুলাই বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- এমভি মায়ের দোয়া নামক অনিবন্ধিত নৌযানের মোঃ বেল্লাল হোসেন, পিতা- মৃত গুলজার মন্ডল, সাং কোনারাজি, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।
এছাড়া এমভি স্বর্ণা পরিবহন নামক অনিবন্ধিত নৌযানের আবু হানিফ মোল্লা, পিতা- মান্নান মোল্লা, সাং- চরকিলা, থানা- হিজলা, জেলা- বরিশালকে ৫০ হাজার টাকা; এমভি শিমু পরিবহন নামক নৌযানের মোঃ রিয়াজ, পিতা- মোঃ নুর ইসলাম, সাং- পাটুলী, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জকে ৪০ হাজার টাকা; নামবিহীন অনিবন্ধিত ১টি নৌযানের নাঈম খান, পিতা- মজিবুর রহমান খান, সাং- সানিকেদরপুর, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশালকে ২০ হাজার টাকা এবং এমভি আজমীর শরীফ নামক নৌযানের মোঃ জানে আলম, পিতা- মৃত সোবাহান শেখ, সাং- চর ঘোড়ামারা, থানা- আমিনপুর, জেলা- পাবনাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।