সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বর্তমানে বিশ্বব্যাপী মহামারির শুরু থেকেই মানবতার সেবায় নিয়োজিত রয়েছে র্যাব-১১। মহামারির লকডাউনে কঠিন পরিস্থিতিতেও দিনমজুর খেটে খাওয়া মানুষ, দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে র্যাব-১১।
২৯ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী নারায়ণগঞ্জের কাঁচপুরে হরিজন কলোনী, রূপগঞ্জের তারাবো হরিজন কলোনী ও বেদে পল্লী, ভুলতা গাউছিয়া এলাকায় তিনটি বেদে পল্লী, হিজড়া সম্প্রদায় ও নৌকার মাঝি প্রায় ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, কঠোর লকডাউনের সময় বর্তমান সামজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে দাড়াতে ব্যতীক্রমী উদ্যোগ গ্রহণ করে র্যাব-১১।
হতদরিদ্র এবং কর্মহীন পরিবারের মাঝে ২৯ জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর হরিজন কলোনী, তারাবো হরিজন কলোনী, বেদে পল্লি, হিজড়া সম্প্রদায়, নৌকার মাঝি এবং ভুলতা গাউছিয়া এলাকায় ৩টি বেদে পল্লিতে সর্বমোট ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।