সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির দায়ে ৫জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। ১ আগস্ট রবিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ৩১ জুলাই শনিবার সন্ধ্যা ৫টার দিকে র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ মোঃ লিটন হাওলাদার, মোঃ আলতাফ হোসেন খোকন, মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ, মোঃ এরশাদ, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ হযরত আলী, মোঃ আবুল হাসেম শেখ, মোঃ জহির, মোঃ নূর ইসলাম ওরফে লিসন ও মোঃ রতনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৪ হাজার ৪০০টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।