সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে গ্রেপ্তার করেছে। ৭ আগস্ট শনিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ৬ আগস্ট শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপা । এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর অর্থের বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলার সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর ১টি আভিযানিক দল অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদি ও জুয়া খেলার সর্বমোট ১৬ হাজার ২০০ টাকা উদ্ধারসহ মোঃ সুমন মিয়া (২৮), শান্ত ওরফে ইসলাম এস্ট (২৬), মোঃ রুকু মিয়া আলম (২৪), সেন্টু হোসেন আমির (৩২), মোঃ মনির হোসেন (৩৮), মোঃ হাসান (৩২), মোঃ শামীম ভুঁইয়া (২৯), মোঃ সবুজ হাওলাদার (২৫), মোঃ শাহিন (২০), জুয়ারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর বেশ কিছু দিন যাবৎ অর্থের বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।