সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোডে র্যাব-১১ অভিযান চালিয়ে এক মামদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিলি উদ্ধার করা হয়। ১১ আগস্ট বুধবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ১০ আগস্ট মঙ্গলবার গভীর রাত সোয়া ১২টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ নারায়ণগঞ্জ সম্মুখস্থ মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাওন মিল্কীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী সুকৌশলে মটর বাইকের গোপন কুঠুরীতে বর্ণিত ফেন্সিডিল পরিবহণ করছিল। র্যাব-১১ এর একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামীর মটর বাইকের গোপন কুঠুরী হতে ৮০ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেলটি উদ্ধার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।