সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাকালে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী টিম ‘আমরা স্বেচ্ছাসেবী করোানাযোদ্ধা’ টিম ৫১তম লাশ দাফন করেছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী এলাকার সফর আলী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী টিম।
মরহুম সফর আলী ওরফে সফর পাগলা গত ৫ আগষ্ট করোনায় আক্রান্ত হলে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে “আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা” টিমের পরিচালক ওমর ফারুক ও নোয়াগাঁও ইউনিয়নের টীম লিডার সাকিব হাসানের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১২ আগস্ট বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। খবর পেয়ে সংসদ সদস্য খোকা তাঁর গঠিত “আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা”- টীমের পরিচালক মোঃ ওমর ফারুক এবং নোয়াগাঁও ইউনিয়ন টীম লিডার সাকিব হাসানকে করোনায় মৃত সফর পাগলার লাশ দাফন কাফনের নির্দেশ দেন।
পরে “আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা”- টীমের পরিচালক ওমর ফারুক এবং নোয়াগাঁও ইউনিয়নের টীম লিডার সাকিব হাসান তাঁদের স্বেচ্ছাসেবীদের নিয়ে মৃত সফর পাগলা’র লাশ দাফন কাফন সম্পন্ন করা হয়।
যেখানে সন্মুখসারীর করোনা যোদ্ধা হিসেবে উপস্থিত থেকে এ সময় লাশ দাফন কাফনে বিভিন্ন দিকনির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন “আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা”টীমের নোয়াগাঁও ইউনিয়নের পরিচালক মাহবুব আলম বাবু, সাংবাদিক আলমগীর হোসেন প্লাবন, নোয়াগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরমান পনির, মেহেদী হাসান ইকরাম, আতাউর রহমান, আরিফ হোসেন, গোলাম রাব্বি, রাব্বি হোসেন, মিজান শিকদার, সৈয়দ আরিফুল ইসলাম, মোঃ আজিজুল হক, সুজন মীর, হাসান মল্লিক এবং নোয়াগাঁও ইউনিয়নের পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হালিম প্রমুখ।