সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিক নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ওমর ফারুক (৩৫) নিখোঁজের ঘটনায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তার পরিবারের সদস্যরা। গত ১৫মার্চ শুক্রবার নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে তিনি নিখোঁজ হয়।
এ ব্যাপারে ওমর ফারুকের ভগ্নিপতি গণমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গত শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য ফারুক প্রবেশ করেন। তারপর শুক্রবার ওই মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছেনা। ঘটনার পর থেকেই তার সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। শনিবার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে আমরা জানতে পারি এ ঘটনায় নিখোঁজ পাঁচজন বাংলাদেশির মধ্যে ওমর ফারুক রয়েছে। তারপর রাতে এক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ওমর ফারুক আর নেই। তার প্রতিবেশীরাও জানিয়েছে সে মারা গেছে।
তিনি বলেন, আজকে সকালে নিউজিল্যান্ড হাইকমিশনারের কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা ওমর ফারুক জীবিত কিংবা মৃত তার সঠিক সংবাদ দিতে পারেনি। সরকারিভাবে এখনও ওমর ফারুক মৃত কিনা কোন সংবাদ আসেনি। অতএব কোন ম্যাসেজ না পেলে আমরা নিশ্চিৎ হতে পারছিনা।