সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম
নারায়ণগঞ্জের বন্দরে ৫’শ পাউন্ডের কেক কেটে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের এমপি একেএম সেলিম ওসমান। বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ রবিবার সকাল থেকেই বন্দর সমরক্ষেত্র মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয়। এসব কর্মসূচিতে এমপি একেএম সেলিম ওসমান পৃষ্ঠপোষকতা করেন।
জানাগেছে, বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯টা থেকে বন্দর সিরাজদৌল্লা মাঠ থেকে র্যালী বের হয়ে বন্দর সমরক্ষেত্র মাঠে এসে সমবেত হয়। সকাল সাড়ে ১০টায় সমরক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় বন্দর উপজেলার সকল নেতাকর্মী নিয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ শীর্ষক কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।
এছাড়াও বন্দর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ৫’শ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ মিয়া, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমেদ হালিম মজহার, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বদরুজ্জামান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বন্দর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি শেখ কামালসহ বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।