সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দর শাহী মসজিদ এলাকার ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগারের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। ৩১ আগষ্ট মঙ্গলবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী তাঁর নিজ কার্যালয়ে বন্দর সাধারণ পাঠাগারের কর্মকর্তাদের সঙ্গে এক সমঝোতা বৈঠকের মাধ্যমে দীর্ঘ দিনের ওই জটিলতার অবসান ঘটান।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদও উপস্থিত ছিলেন।
এছাড়া পাঠগারের পক্ষে সমঝোতা বৈঠকে অংশ নেন পাঠগারের সহ-সভাপতি রাজু কামাল রাজ, নাজমুল হাসান আরিফ, মাইনুদ্দিন মানু, সাধারণ সম্পাদক পিয়ার জাহান কমল, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ কামাল, অর্থ সম্পাদক নূর জাহিদ বাদল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব লাবু, প্রচার সম্পাদক বাবু সিকদার, কার্যকরি সদস্য রাশেদুল কাদির প্রমুখ।
সমঝোতা বৈঠকে নির্মাণাধীন ভবনটিকে ‘‘মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগার’’হিসেবে নামকরণের সিদ্ধান্ত চুড়ান্ত হয়। এর আগে বন্দর সাধারণ পাঠাগারের পক্ষ থেকে মেয়র আইভীকে ফুলেল অভ্যর্থণা জানানো হয়।