সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
প্রবীণ নাট্যকর্মী ও বীরমুক্তিযোদ্ধা আজাদ খানের শয্যাপাশে দাঁড়িয়েছেন বন্দরের ঐতিহ্যবাহী সিরাজউদ্দৌলা নাট্যদল। ৩১ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় সিরাজউদ্দৌলা নাট্যদলের সভাপতি ও প্রবীণ নাট্য ব্যাক্তিত্ব খালেকুজ্জামান মিয়ার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা আজাদ খানের সিএসডি গেটস্থ বাস ভবনে যান নেতৃবৃন্দ।
এ সময় তারা প্রবীণ এ নাট্য ব্যক্তিত্বের খোঁজ-খবর নেন। নাট্য নির্দেশক খালেকুজ্জামান মিয়া ছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দৌলা নাট্যদলের উপদেষ্টা কবির হোসেন, সাধারণ সস্পাদক সারোয়ার খান, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন, খালিদ সাইফুল্লাহ, নাট্যাভিনেতা আনোয়ারুল হক প্রমুখ।
সাংবাদিকদের কাছে দেয়া এক বক্তব্যে প্রবীণ নাট্যাভিনেতা বীরমুক্তিযোদ্ধা আজাদ খান নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশের নাট্য শিল্পীদের কাছে দোয়া চান।