সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের মুসাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকার ইটভাটা মালিক মোতালেব হোসেনের হত্যাকারী ইসমাইল ওরফে ইসা বাহিনীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর স্থানীয় অটোস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শাসনেরবাগ, ফনকুল ও মুসাপুরসহ বিভিন্ন অঞ্চলের ইটভাটা মালিক ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।
বক্তারা অনতিবিলম্মে মোতালেবের হত্যাকারী ইসা ও তার সাঙ্গ-পাঙ্গদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুসাপুর ইউনিয়নের সাবেক ৭নং ওয়ার্ডের সদস্য মঞ্জু মেম্বারের সঞ্চালনায় মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি রহিম বাদশা, মোঃ নুরুজ্জামান, রবিউল আউয়াল, নিহতের স্ত্রী মাকসুদা বেগম, ৭নং ওয়ার্ডের সদস্য সানোয়ার মেম্বার প্রমুখ।
পরিশেষে জনসাধারণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ওই ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সূত্র মতে, বন্দরের মুসাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকার ইটভাটা মালিক মোতালেব হোসেনকে জমি ক্রয়-বিক্রয়ের জের ধরে একই এলাকার মৃত জলু মিয়ার ছেলে ইসমাইল হোসেন ওরফে ইসা তার ভাই নবী, সেলিম মিয়ার ছেলে সজিব, রমজান মিয়ার ছেলে রাজু, সিরাজুল ইসলামের ছেলে মামুন, মোহাম্মদ মিয়ার ছেলে শুভ, রফিকুলের ছেলে তানজিল, মৃত মগা মিয়ার ছেলে নয়ন, আতাউল্লার ছেলে রাসেল, ইসমাইলের ছেলে রানা, সিরাজ মিয়ার ছেলে শাহজাহান, হোসেন মিয়ার ছেলে রুবেলসহ অজ্ঞাতনামা ১৫/২০জনের একটি সংঘবদ্ধ দল ৩১ আগষ্ট রাত ৯টায় তার পথ রোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা মোতালেবকে একা পেয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ব্যাপারে পরদিন বিকেলে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।