সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা করার জন্য নির্দেশনা দিয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
মূলত রাজনীতির সূতিকাগার নারায়ণগঞ্জ জেলায় আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে তোলার জন্যই মহানগরী এলাকার প্রতিটি ওয়ার্ডে এই কর্মীসভা আয়োজন করার নির্দেশ দেন প্রভাবশালী এই নেতা। তারই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ১৬নং ওয়ার্ডে কর্মীসভার আয়োজন করে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ।
কর্মী সভায় বক্তারা আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমরা মরে গেলেও অন্যায়ের সাথে আপোষ করবো না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশ ও প্রাণপ্রিয় নেতা সাংসদ একেএম শামীম ওসমানের নির্দেশনায় আমরা ত্যাগী নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগের রাজনীতি করি। আর যারা আমাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তারা হয়তো ভুলে গেছে আমরা ৭৫ পরবর্তী আন্দোলন সংগ্রামে রাজনীতির মাঠে অগ্রনী ভূমিকায় কাজ করেছি বিএনপি-জামাত দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আগামী নির্বাচনে মনোনয়ন দিবেন যদি সে হাইব্রিড- কাউয়া না হয় তবে আমরা নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো। বাইপাস রোড নারায়ণগঞ্জে নাই। তাহলে কি উন্নয়ন করেছেন? আজ যানজট নগরীর অন্যতম সমস্যা তাহলে কি উন্নয়ন করলেন।
বক্তারা আরো বলেন, সবাই চায় শামীম ওসমানের মতো একজন বাঘা নেতা, সবাই চায় শামীম ওসমানের মতো একজন ভালো মানুষ। বাঘের বাচ্চা শামীম ওসমান নারায়ণগঞ্জের মাটিতে যে এলাকার এমপি সে বাংলাদেশের ১০টা মন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা রাখে। আজকের এই কর্মীসভাই প্রমান করে দেয় ৭৫’র ১৫ আগষ্টের কালরাত্রীতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা বেঁচে গিয়েছিলো আজকে ২০২১ সাল মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে আরো কেউ বসে থাকবোনা। এমপি শামীম ওসমানের নেতৃত্বে আমরা প্রস্তুত। কর্মীদের যেকোন সমস্যায় আমরা পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো। দেওভোগবাসী সহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা জননেতা শামীম ওসমানের নেতৃত্বে সংঘবদ্ধ ছিলো এবং থাকবে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান খসরুর সভাপতিত্বে মহানগরীর দেওভোগ পাক্কারোড এলাকার ২২ ও ২৩ নং আদর্শ বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, উৎসব পরিবহন লি. এর চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম চঞ্চল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ কবীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর কৃষক লীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান সজীব, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান নান্নু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।