সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজির দায়ে ৪জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়। ২২ সেপ্টেম্বর বুধবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ শহীদুল ইসলাম, মোঃ হুমায়ূন আলী, মোঃ নবীন ও মোঃ সেলিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি মোড়ের লালবাগ বিরানী হাউজ এলাকায় বিভিন্ন ধরণের গাড়ির চালকদেরকে গুরুতর আঘাত এবং এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহণ প্রতি দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।