পুরুষের কান্না
——-খন্দকার পনির
পুরুষ আবার কাঁদে নাকি?
পুরুষ কখনো কাঁদে না,
শত ব্যথা পেলে পুরুষ
চোখের জল কবু ঝরে না।
পুরুষের মানিব্যাগে তুমি
কখনো টিস্যু দেখেছো?
তার কান্না থামার জন্য
পুরুষ কাঁদে না, বলেছো।
পুরুষ শক্ত কাজ সব করে
অন্যায় করলে থাপ্পড় মারে,
মায়া মমতা কিচ্ছু নেই
বছর বছর থাকে দূরে।
কত অভিযোগ তোর কাছে
পুরুষ নারীর মন বুঝে-না,
কান্নার দাম বুঝে নাকি সে?
পুরুষ যে কভু কাঁদে না।
যে বীরের কান্না বুঝে না
রানীর মুকুট তার জন্য নয়,
ডাবের জলের স্বাদ বুঝবে কি
শক্ত আবরণে যার ভয়।
সত্যিই পুরুষ কাঁদে না
কান্না যে তার শেষ সম্বল,
পুরুষ যদি কাঁদে একবার
ভেঙে যাবে তোর মনোবল।
পুরুষও কাঁদে জল বিনে
নিভৃতে নির্জনে তা হয়,
একটি পুরুষ যখন কাঁদে
পৃথিবী নির্বাক হয়ে রয়।
মাত্রা বৃত্ত
১১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ