সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শেখ হাসিনা আমার নেত্রী, আমি বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালন করি৷ আমার বাবা আলী আহাম্মদ চুনকা আওয়ামী লীগ করেছেন৷ আমি আমৃত্যু এই দল করে যাবো৷ আমৃত্যু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবো৷ কিন্তু কাজ করার সময় দলমতের উর্ধ্বে উঠে কাজ করি৷এটা আমি নির্বাচনের আগেও বলি, পরেও বলি৷ আমি দল করি আওয়ামী লীগ কিন্তু আপনাদের সকলের মেয়র, সকল দলের জনগণ আমার কাছে সমান৷ কিন্তু আমার পরিচয়, আমি শেখ হাসিনার কর্মী৷
২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে মহানগরীর ১৮নং ওয়ার্ডের বাপ্পী চত্ত্বর এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ এর আগে ওই এলাকায় মুক্তিযোদ্ধা সড়কের নামফলক উন্মোচন করেন সিটি মেয়র৷
অনুষ্ঠানে এ প্রসঙ্গে মেয়র আইভী আরও বলেন, ‘আমি জানি এখানে অন্য দলের লোকজনও আছেন৷ তাদের প্রতি সম্মান জানিয়েই কথাগুলো বললাম৷’
তিনি বলেন, ‘এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা সবসময় আমার পাশে ছিলেন৷ ২০১১ সালে অনেক চোখ রাঙানিকে উপেক্ষা এই ১৮নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেছিলাম৷ তখন আপনারা সকলেই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন৷ আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আমরা প্রতি ওয়ার্ডে একটি সড়ক মুক্তিযোদ্ধাদের নামে করে দিছি৷’
প্রধানমন্ত্রী প্রসঙ্গে মেয়র বলেন, ‘টেকসই উন্নয়ন করার কারণে জাতিসংঘ থেকে পুরস্কারও পেয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন৷ পদ্মা সেতু হতো না যদি মাননীয় প্রধানমন্ত্রী না থাকতেন৷’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন রবি, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী প্রমুখ৷