সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে নিম্নবিত্ত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উপহার নিয়ে তাদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
৮ অক্টোবর শুক্রবার নিজস্ব উদ্যোগে থেকে রবি দাস পাড়াসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ উপহার বিতরণ শুরু করেছেন খোরশেদ। উপহার সামগ্রীর মধ্যে থাকছে শাড়ী, লুংগী, থ্রিপিস, সেমাই ও মাস্ক।
১৩নং ওয়ার্ডের মোট ৮শ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী পৌছে দেবেন তিনি। ইতোমধ্যে শতাধিক পরিবারের কাছে গিয়েছেন কাউন্সিলর খোরশেদ।
পূজার উপহার পেয়ে রবি দাস পাড়ার সন্তোষ রবি দাস জানান, কাউন্সিলর খোরশেদকে সব সময় আমরা কাছে পাই। ঈদ পূজা কিংবা যেকোন উৎসব তিনি আমাদের সাথে মিলেমিশে পালন করেন। করোনাকালে খাদ্য সামগ্রী পেয়েছি, করোনায় মৃতদের সৎকার করেছেন উনি। এবারো সব সময়ের মত পূজায় তিনি উপহার নিয়ে হাজির হয়েছেন।
এসময় নারায়ণ রবি দাস ও দাসিয়া রাণী দাস উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে খোরশেদকে বলেন, আপনার মত করে কেউ আর খোঁজ খবর নেয়না আমাদের। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যুগে যুগে প্রতি ওয়ার্ডে এমন একজন খোরশেদ দিন।
কাউন্সিলর খোরশেদ বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আমি যেহেতু জনপ্রতিনিধি তাই আমার কাছে দল মত ধর্ম বিবেচ্য বিষয় নয়। আমি সকল উৎসবে ওয়ার্ডবাসীর পাশে থাকতে চেষ্টা করি। এবারো চেষ্টা করছি নিন্ম আয়ের সনাতনী ভাই বোনদের কাছে আমার সামান্য উপহার পৌছে দিতে। পর্যায়ক্রমে আগামী দুইদিনে ১৩নং ওয়ার্ডের সকল এলাকায় আমরা গিয়ে উপহার পৌছে দেব। আমরা চাই এই উৎসব সকলের কাছে আনন্দের হোক। যেন কারো অসচেতনায় বেদনার কারণ না হয়। আর তাই আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলরের স্ত্রী আফরোজা খন্দকার লুনা, ওয়ার্ড সচিব আলী সাবাব টিপুসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।