সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে লক্ষ্মীনারায়ণ সামাজিক সেবা সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
১১ অক্টোবর সোমবার দূর্গাপূজার ষষ্ঠীতে নগরীর দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ আখড়ায় এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ৪০০ অসহায় নারী পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করেন প্রধান অতিথি।
লক্ষ্মীনারায়ণ সেবা সংঘের সভাপতি দীলিপ চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদন দীলিপ কুমার দাস এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (প্যানেল মেয়র- ২) মোঃ মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সঙ্কর সাহা, শ্রী শ্রী রামসীতা মন্দিরের শ্যামল মহারাজ, শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা কমিটির সভাপতি অজিত সাহা ও সাধারন সম্পাদক স্বপন দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিদার খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচীর সার্বিক সহযোগীতায় ছিলেন লক্ষ্মীনারায়ণ সেবা সংঘের সহ সভাপতি গোপিনাথ সাহা, গৌতম চন্দ্র ঘোষ ও নিখিল চন্দ্র ঘোষ, সহ সাধারন সম্পাদক নিত্য ঘোষ, কোষাধ্যক্ষ বিশ্বজিত সাহা, সহ কোষাধ্যক্ষ মিঠু ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক লিটন ঘোষ ও রাজু ঘোষ, সহ প্রচার সম্পাদক মধু ঘোষ সহ অন্যান্য সদস্যরা।