মোগরাপাড়া ইউনিয়নে ইভটিজিংমুক্ত মাদকমুক্ত সমাজ গড়তে সোহাগ রনির ভিন্ন উদ্যোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ইভটিজিংমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি ছাত্র ও যুব সমাজকে আগ্রহী করে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।

১১ অক্টোবর সোমবার মোগরাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনাখালি এলাকায় ছাত্র ও যুব সমাজের মাঝে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে সোহাগ রনি বলেন, আমি সোনাখালী এলাকায় গণসংযোগে গিয়েছিলাম। ক্রিকেট ও ফুটবল প্রেমী ছোট ভাইদের প্রাণের দাবি ছিলো খেলাধুলার সামগ্রী কিনে দিতাম। তাই বিকেলে এলাকা মুরুব্বিদের নিয়ে গিয়ে ২পিছ ব্যাট, ৬পিছ স্ট্যাম, ১সেট গ্লাভস, ৬পিছ টেনিস বল, ১পিছ ফুটবল উপহার হিসেবে দিয়েছি। তাদের প্রাণের দাবি আজ পূরণের জন্য চেষ্টা করলাম। আমাকে কাছে পেয়ে এলাকার মুরুব্বিগণ ও তরুণরা খুবই আনন্দিত হয়েছে। আমিও অনেক আনন্দিত হয়েছি।