সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১৫ অক্টোবর শুক্রবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থানার মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল, মোঃ জাকির হোসেন ও মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে গাঁজা ২০ কেজি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।