নিস্ক্রিয়তার কারনে জেলা শ্রমিকদলের আওতাধীন ৪টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের আওতাধীন ৪টি ইউনিট কমিটিকে নিস্ক্রিয়তার কারনে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভায় সকলের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এসব এলাকায় অচিরেই সক্রিয়দের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।

জানাগেছে, গত ৯ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভায় জেলা শ্রমিকদলের আওতাধীন জেলার আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌর, কাঞ্চন পৌর ও তারাবো পৌর কমিটির নিস্ক্রিয়তা এবং সাংগঠনিক কোনো তৎপরতা না থাকায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সকলের মতামতে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সাংগঠনিক সভায় ৩৫ সদস্যের জেলা শ্রমিকদলের কমিটির মধ্যে ২৫জন শ্রমিক দল নেতা বক্তব্য রাখেন। যার মধ্যে জেলা শ্রমিকদলের সহ-সভাপতি ইব্রাহিম মিয়া মৃত্যুবরণ করেছেণ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদত্যাগ করছেন। সিনিয়র সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা রাজনীতি থেকে নিস্ক্রিয়।

ওই সাংগঠনিক সভায় শ্রমিকদল নেতারা তাদের বক্তব্যে বলেন, রূপগঞ্জের তারাবো পৌর শ্রমিক দলের কমিটি মেয়াদ শেষ। কোনো কার্যক্রম নেই। আড়াইহাজার পৌর শ্রমিক দলের কমিটি মেয়াদ শেষ। এটারও কোনো কার্যক্রম নেই।

নেতারা বলেন, আড়াইহাজার উপজেলা শ্রমিক দলের কমিটির ১ বছরের জন্য দেয়া হয়। কিন্তু ৮ মাসেও পেরিয়ে গেলেও ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি একটি পরিচিতি সভাও করতে পারেনি। তারা একটি ইউনিয়ন কমিটিও করতে পারেনি। কাঞ্চন পৌর শ্রমিকদলের কমিটি এক বছর। তারাও ৮ মাসে কোনো কার্যক্রমে নাই। একটি ওয়ার্ড কমিটিও করতে পারেনি।

সভায় জেলা শ্রমিকদলের সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, যেসব কমিটির কোনো কার্যক্রম নাই। যেসব কমিটি ভেঙে দেওয়া হোক। সহ-সভাপতি মান্নান মুন্সী বলেন, এসব কমিটি মিটিং মিছিলে আসেনা। এই কমিটির কোনো কার্যক্রম নাই। কমিটি ভেঙ্গে দেওয়া হোক।

সহ-সভাপতি হাজী কিসমতআলী বক্তব্যে বলেন এই কমিটির কোনো কার্যক্রম নাই রাজপথে মিটিং-মিছিলে নাই কমিটি ভেঙে দেওয়া হোক। সহ-সভাপতি কবির হোসেন বলেন, এই কমিটির কোনো কার্যক্রম নাই। রাজপথে মিটিং মিছিলে নাই। কমিটি ভেঙে দেওয়া হোক।

জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী বলেন, এই কমিটি রাজপথে মিটিং মিছিলে আসেনা। কোনো কার্যক্রম নাই। কমিটি ভেঙে দেওয়া হোক।

যুগ্ম সম্পাদক নাজমুল হুদা শিবলু বলেন, এই কমিটি ভেঙে দেওয়া হোক। কোনো কার্যক্রম নেই। যুগ্ম সম্পাদক জামির হোসেন বলেন, এই কমিটির কোন কার্যক্রম নাই। রাজপথে মিটিং-মিছিলে নাই। কমিটি ভেঙে দেওয়া হোক। যুগ্ম সম্পাদক আবুল হোসেন বলেন, রাজপথে মিটিং মিছিলে এই কমিটিগুলো আসেনা। কোনো কার্যক্রম নাই। কমিটি ভেঙ্গে দেওয়া হোক।

জেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক জালিম বলেন, এই কমিটিগুলো কোন কার্যক্রম নাই। রাজপথে মিটিং-মিছিল আসেনা। কমিটিগুলো ভেঙ্গে দেওয়া হোক। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, এই কমিটিগুলোর কোনো কার্যক্রম নাই। রাজপথে মিটিং-মিছিল আসেনা। কমিটি ভেঙে দেওয়া হোক।

সাংগঠনিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টুর মিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান।